S. R. Homoeo Hall, Kushtia

S. R. Homoeo Hall, Kushtia We proudly inform you that,
*For All kinds of Germany as well as the Local Medicine, We have had an experience & reliability since 1992.
(5)

দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পেটের পীড়া বা আই,বি,এস। আসলে এইটা কোনো পেটের অসুখ না, এই রোগটা মূলত মানুষের মনোজাগতিক একটি সম...
26/09/2024

দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পেটের পীড়া বা আই,বি,এস।

আসলে এইটা কোনো পেটের অসুখ না, এই রোগটা মূলত মানুষের মনোজাগতিক একটি সমস্যা। যা শুধু মেডিসিনে কখনও সমাধান হয়না। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে কাউন্সিলিং সহকারে চিকিৎসা নিতে হবে। কাউন্সিলিং এর মাধ্যমে আগে রোগীর ব্রেন থেকে আই.বি.এস. এর ভাইরাস দূর করতে হবে।

ব্রেনের ভাইরাস দূর করার কোনো মেডিসিন আজও আবিস্কার হয়নি। আপনার ব্রেনের যে জায়গায় আই.বি.এস. অবস্থান করছে, ঐ জায়গায় যখন অন্য প্রগ্রাম ঢুকিয়ে দেওয়া হবে। তখন রোগীর অবচেতন মন থেকে আই.বি. এস. এর মতো ভাইরাস মনের অজান্তেই চলে যাবে।আর এই কাজ সুন্দর ভাবে করাই হচ্ছে কাউন্সিলং।

দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গবেষণায় প্রায়োগিক সাফল্যের পর আমি আমি আই.বি.এস. কাউন্সিলিং সহ চিকিৎসা নিয়ে আপনাদের সেবা ও সহযোগিতায় তৎপর হয়েছি৷

আমার নিজের জেলার মানুষের সেবার উদ্দেশ্যে প্রতি মাসের তৃতীয় শুক্রবার সকাল ৯টা থেকে ১০ টা ফ্রি কাউন্সিলি শুরু করেছি।

ডাক্তার রিয়াজুল করিম
চেম্বার - এস, আর, হোমিও হল।
কে.আর. এল. টাওয়ার (নিচতলায়), গোশালা রোড, কোর্টপাড়া, কুষ্টিয়া।

জরুরি প্রয়োজনে-01733184699

31/12/2023
02/11/2023
30/10/2023

হিংসা রেখে মনের মাঝে
নেতা হওয়া যায়না,
তোমার বিচার করো নিজে
সামনে রেখে আয়না।

নেতা হতে বিবেক লাগে
আপন পর মানেনা,
জন মানুষের স্বার্থ ছাড়া
অন্য কিছু চিনেনা।

তৈরি করে দেশ ও জাতি
ঘাম রক্ত দিয়ে,
শেষ যাত্রায় নেতার বিদায়
হাসি মুখ নিয়ে।

সুখ সাগরে নোনা পানি
ভালোবাসার জল,
নিজের স্বার্থে নেতা হলে
জুটবে তেমন ফল।

মিলবে থুথু মুখের উপর
পিছন থেকে গালি,
নেতার বিপদ দেখলে লোকে
দিবে হাতে তালি।

এমন নেতায় কি এসে যায়
ভরসা যেথা নাই,
ভোটের কথা বলে নেতা
করে খায় খায়।

30/10/2023

থাকলে টাকা সালাম দিবে
শত্রু মিত্র পুলিশে,
রায়টা তুমি আগেই পাবে
পরে বিচার সালিশে।

টাকায় করে শত্রু রক্ত
আবার পরকে কুটুমে,
কুটুম তখন দূরে থাকে
রক্ত গড়ে হুকুমে।

থাকলে টাকা আব্বা ডাকে
পরের পোলা তোমাকে,
টাকার জোরে বিয়ে করে
বিজাত বংশ সোমাকে।

কোথায় থাকে টাকার শক্তি
নিজের জবান বন্ধ,
নেতা খেতা নায়ক রাজা
টাকার জন্য অন্ধ।

শিক্ষা দীক্ষা সব হেরেছে
টাকার কাছে আঁধারে,
বোবা কালা বধির টাকা
তোর বগলে বাঁধারে।

30/10/2023

জনগণ নাকি দেশের মালিক
জানিনা কোন সূত্রে,
নাই অধিকার ভোট ও ভাতের
থাকেনা পান্তা পাত্রে।

সারাদিন থাকে শ্রমের বাজারে
ফেরার বেলায় পাঁচশো,
লবন আলুতে একশো গেলে
থাকলো হাতে চারশো।

চালের দোকানে দুইশো দিলে
এবার হাতে দুইশো,
তেল পিঁয়াজে লাগবে কতো
হাতে কিন্তু দুইশো!

পরনের কাপড় ঔষধের কথা
এসব ওদের লাগেনা,
দেশের মালিক জনগণ নাকি
তাইতো ওসব বুঝেনা।

শাসন মানে চরকাতে রাখা
যেমনে তাঁদের নাচাবে,
বল্লে কথা গলা চিপা খাবি
জীবনটাকেও হারাবে।

জনগণ মানে মুলা’র চাষি
কষ্টে ফলায়ে মরবি,
কেউ কিনেনা তেমন দামে
যা খুশি তা করবি।

পুঁজিবাদ কারা তাদের ডাকো
প্রশ্ন রাখো সামনে,
বলতে-ই হবে পাশের দেশে
চল্লিশে চিনি ক্যামনে।

সরকারি যতো কল কারখানা
একে একে কেনো বন্ধ?
দেশের মানুষ ওতো বোকা নয়
চোখ দু'টি কি অন্ধ?

সারা দুনিয়ার খবর এখন
সব মানুষের জানা,
কোন আঁধারের গোপন শক্তি
বলতে করছে মানা!

গণতন্ত্রের কোন নিয়মে চলছে
দেশের আইন সেবা,
ছাঁয়া হয়ে আছে বিচারের ঘাড়ে
নাড়ছে কাঠি কেবা!

কোথাও মিলেনা টাকা বাদে সেবা
সরকারি কোনো দফতরে,
নীতি কথা ফোটে খৈয়ের মতো
শুনতে যদিও করকরে!

তবুও করেনা সরম জীবনে
পাগলের মতো বকবকে,
আলোকে বানায় তিমির নিশি
রাতে আলোয় ঝকঝকে।

এমন ভাগ্যের মালিক জনতা
নিজের ভোট জানেনা,
তাইতো দেশের শাসক মহলে
জনতা ছাগল মানেনা।

চায় জনতা দেশের শান্তি
নিজের কাজের হিসসা,
ঋনের বোঝা প্রতিদিন বাড়ে
ওদিকে শুনায় কিচ্ছা।

08/04/2023

স্কিন ডিজিজের একটি বাচ্চার কেইস স্টাডি।

06/04/2023

পায়ের গোড়ালির ব্যথার হোমিওপ্যাথিক সমাধান।

05/04/2023

আমি হোমিওপ্যাথিক সম্পর্কে যতোটুকু জেনেছি তার সবটাই পরবর্তী প্রজন্মের জন্য উৎসর্গ করতে চাই।

03/04/2023

প্রস্রাবে জ্বালার হোমিওপ্যাথিক সমাধান।

29/03/2023

অকারণে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নিজের জীবন বিষিয়ে তুলবেন না।

27/03/2023

হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় একটি দুর্দান্ত এবং ভয়ঙ্কর মেডিসিন আছে। যার জন্ম গোক্ষুর সাপের বিষ থেকে।
নাম Lachesis!

24/03/2023

যখন কোন মানুষ অনেকদিন ধরে বিছানায় পড়ে থাকেন। তিনি নিজের প্রয়োজনে পার্শ্ব পরিবর্তন করতে পারেন না। একভাবে শুয়ে থাকার কারনে শরীরে যে ক্ষত হয় তাকে বেড সোর বলে। হোমিওপ্যাথিতে বেড সোরের চিকিৎসা চ্যালেঞ্জিং। ক্ষতের তিনটা বিষয় বিবেচনা করে আমরা মেডিসিন প্রয়োগ করবো। (১) ক্ষতের গন্ধে ক্ষেত্রে Acid Nit (২) ক্ষতের পুঁজের ঘনত্ব কমের ক্ষেত্রে Silicea (৩) পুঁজের ঘনত্ব বেশির ক্ষেত্রে Heper Sulph.
সেই সাথে দিনে ২/৩ বার Calendulla-Q দিয়ে ওয়াশ করতে হবে।

তবে একটি কথা মনে রাখতেই হবে এই ধরনের রোগীর ব্লাড সুগার বেশি থাকলে ইনসুলিনের মাধ্যমে কমাতে হবে।

23/03/2023

আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কারন ৩ টি।

21/03/2023

শুধু মোটা কমাতে নয়, মোটা হতেও হোমিওপ্যাথি কার্যকরী।

20/03/2023

Ractram Prolapse & Homoeopathic Solution.

19/03/2023

পিত্তথলির পলিপ, কিডনির সিস্ট, ইউটেরাসের ফাইব্রয়েড টিউমার এবং ব্রেস্ট টিউমার কমপক্ষে ৬ মাস অবজার্ভ করার পরে আপনাকে অপারেশনের সিদ্ধান্ত নিতে হবে। কারন যদি ঐ সমস্যা গুলো স্থির থাকে তবে অপারেশন দরকার পড়বে না।

Address

Goshala Road Courtpara
Kushtia
7000

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801733184699

Website

Alerts

Be the first to know and let us send you an email when S. R. Homoeo Hall, Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby health & beauty businesses


Other Pharmacies / Drugstores in Kushtia

Show All