
26/09/2024
দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পেটের পীড়া বা আই,বি,এস।
আসলে এইটা কোনো পেটের অসুখ না, এই রোগটা মূলত মানুষের মনোজাগতিক একটি সমস্যা। যা শুধু মেডিসিনে কখনও সমাধান হয়না। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে কাউন্সিলিং সহকারে চিকিৎসা নিতে হবে। কাউন্সিলিং এর মাধ্যমে আগে রোগীর ব্রেন থেকে আই.বি.এস. এর ভাইরাস দূর করতে হবে।
ব্রেনের ভাইরাস দূর করার কোনো মেডিসিন আজও আবিস্কার হয়নি। আপনার ব্রেনের যে জায়গায় আই.বি.এস. অবস্থান করছে, ঐ জায়গায় যখন অন্য প্রগ্রাম ঢুকিয়ে দেওয়া হবে। তখন রোগীর অবচেতন মন থেকে আই.বি. এস. এর মতো ভাইরাস মনের অজান্তেই চলে যাবে।আর এই কাজ সুন্দর ভাবে করাই হচ্ছে কাউন্সিলং।
দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গবেষণায় প্রায়োগিক সাফল্যের পর আমি আমি আই.বি.এস. কাউন্সিলিং সহ চিকিৎসা নিয়ে আপনাদের সেবা ও সহযোগিতায় তৎপর হয়েছি৷
আমার নিজের জেলার মানুষের সেবার উদ্দেশ্যে প্রতি মাসের তৃতীয় শুক্রবার সকাল ৯টা থেকে ১০ টা ফ্রি কাউন্সিলি শুরু করেছি।
ডাক্তার রিয়াজুল করিম
চেম্বার - এস, আর, হোমিও হল।
কে.আর. এল. টাওয়ার (নিচতলায়), গোশালা রোড, কোর্টপাড়া, কুষ্টিয়া।
জরুরি প্রয়োজনে-01733184699