
16/03/2024
ডেন্টাল ফিক্সড ব্রিজ হল একটি স্থায়ী চিকিৎসা পদ্ধতি যা হারিয়ে যাওয়া দাঁতকে প্রতিস্থাপন করে।
ব্রিজ ট্রিটমেন্টের মাধ্যমে চোয়ালের খালি জায়গায় স্থায়ী ভাবে দাতঁ লাগানো সম্ভব।
যা দিয়ে ন্যাচারাল দাতঁ এর মতো ই খাওয়া দাওয়া করা সম্ভব এবং আপনার হারানো হাসি ফিরিয়ে আনতে এই ডেন্টাল ব্রিজ চিকিৎসা অনেক কার্যকরী।