
28/10/2024
★ শিশুদের ওষুধের ডোজ
পর্ব-3
Syp. Itracon(50mg/5ml) বা Itraconazole (50 mg/5ml)
অর্থাৎ,
5ml বা ১চামচ সিরাপে থাকে 50mg itraconazole
4ml সিরাপে থাকে 40mg itraconazole
3ml সিরাপে থাকে 30mg itraconazole
2.5ml বা আধা চামচ সিরাপে থাকে 25mg itraconazole
2ml সিরাপে থাকে 20mg itraconazole
1ml সিরাপে থাকে 10mg itraconazole
★ডোজ বা মাত্রা
/kg/day---BD বা দুইবার
অর্থাৎ,
প্রতি কেজি ওজনের জন্য পাবে 10mg করে একদিনে।
উদাহরণঃ মনে করি, একটা বাচ্চার ওজন ১০ কেজি। তার জন্য ডোজ হবে?
*সুত্রের সাহায্যে ডোজ নির্ণয় করবো
wt×desired dose×ml
____________________
Mg
এখানে,
Wt=বাচ্চার ওজন
desired dose =কত mg পাবে
ml= পরিমাণ
Mg= পাওয়ার
এখন,
Wt=10kg
Desired dose =10mg
ml=5ml
Mg=50mg
Wt×desired dose×ml
_____________________
Mg
10kg×10mg×5ml
_________________
50mg
500
------
50
=10ml
সুতরাং,
বাচ্চাটি পাবে 10 ml করে একদিনে।যেহেতু এটি দিনে দুই তাই 10ml কে ২ দিয়ে ভাগ করে যা পাই তা পাবে এক বেলায়।
10
----
2
=5ml বা ১ চামচ
সুতরাং, বাচ্চাটি পাবে 5ml বা ১চামচ করে দিনে দুই বার।
* সহজ ও মুখস্থ পদ্ধতিতে
১০ কেজির জন্য পাবে ১ চামচ করে দিনে দুই বার
৫ কেজির জন্য পাবে আধা চামচ করে দিনে দুই বার
১৫ কেজির জন্য পাবে দেড় চামচ করে দিনে দুই বার
নোটঃ ৩বছরের নিচে বাচ্চাদের জন্য এটির নিরাপত্তা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি তাই ৩ বছরের নিচে বাচ্চাদের এটা না দেওয়া ভালো। এবং এটি দিনে 200mg এর বেশি ব্যবহার করা যাবে না।
*itraconazole এর কাজ বা ব্যবহার
@এটি একটি এন্টি ফাংগাল জাতীয় ওষুধ। এটি ক্যানডিডিয়াসিস, টিনিয়া কুরিস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস,টিনিয়া ভারসিকোলর, ওনিকোমাইয়োসিস ইত্যাদি ফাংগাল ইনফেকশনে ব্যবহার করা হয়।
*এরপর কোন ওষুধের ডোজ সম্পর্কে জানতে চান কমেন্ট করে বলেন।
বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া কপি করবেন না পারলে শিয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।
(সংগ্রহীত)