09/01/2024
কীভাবে শুরু করব বুঝতে পারছি না.... আসলে কোনোদিনই খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না।
আমার weight loss journey টা start করেছিলাম ডিসেম্বর , 2023 তখন, আমি weight মেপেছিলাম 82.45 kg.
আমি ছোটবেলা থেকে কোনদিনই রোগা পাতলা ছিলাম না, আমার বাড়িতেও সবাই মোটাসোটা এবং আমিও তার ব্যাতিক্রম নই।
তার ওপর আমার শরীরে বেশ অনেক রকম সমস্যা আছে....PCOS আছে, Kidney Issues আছে আর low metabolism।
আমার Food habit ও বেশ সুন্দর ছিল🥲
মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসি আর ভালোবাসি রান্না করতে, নিজে ভালো ভালো রান্না করতে পারি তাই নিজেই ভালোমন্দ রাঁধতাম আর খেতাম ও....এগুলো তো ছিলই এত সব কিছুর পরেও আমি অনেক চেষ্টা করেছি, নিজের চেষ্টায় আমি weight maintain করব, slim থাকবো ইত্যাদি।
এর আগেও আমি অনেক রকম চেষ্টা করেছি। Gym করার চেষ্টা করেছি, অন্য Dietitians-দের থেকে help নিয়েছি সেটাও পুরোপুরি করে উঠতে পারিনি.....কারণ আমার clinical condition শুনে কিছুজন পিছিয়ে গেছিলেন । নিজের মতো research করে কি কি না খেয়ে or কি কি খেয়ে weight কমানো যায় সেসব experiments ও করেছি ....কিন্তু কোনটাতেই সফল হইনি। Weight বেড়েই গেছে...কমেনি🙃
এখন বুঝতে পারি আমার lifestyle টাই ঠিক ছিল না হয়তো, এতটাই বাইরের খাবার খেতাম, মিষ্টি খেতাম daily basis-এ, সেই জন্যেই হয়তো হয়ে থাকবে ব্যাপারটা।
Last-এ আমার হাঁটুতে ব্যাথা শুরু হলে আমি ভাবি যে শেষ বারের মতো একবার try করে দেখি যদি এইবার কমে তো ভালো না হলে আমি মেনে নেব আমার কোনদিনই হয়তো weight কমবে না।
Facebook group এই আমি একজনের review দেখি এবং সেখান থেকে আমি comment করে জানতে চাই... Ultimately সেখান থেকে খোঁজ পাই Barisha-র।
এরপর ওর সাথে directly কথা হয় WhatsApp e । আমি সমস্তটা বলি ওকে including all my health issues এবং ও আমাকে যেভাবে diet plan দেয় সেটা আমার কাছে খুব easy মনে হয়েছিল। আমার daily schedule এবং timing wise খুব সুন্দর well-planned chart prepare করে দেয় Barisha.
আমার মর্নিং স্কুল থাকে, বাকি দিনটা আমি বাড়িতেই থাকি...So, আমার কাছে কি কি available থাকে....আমাদের এখানকার মার্কেট অনুযায়ী ও যেভাবে আমার diet টা plan করে দিয়েছে সেটা কখনই একঘেয়ে হয়নি। বরং diet এও এতরকম food options দেখে আমি তো প্রথমদিকে ভারী অবাক হয়েছিলাম। ওর plan অনুযায়ী সেই ভাবেই আমি diet maintain করার চেষ্টা করেছি। আমি exercise করতে পারতাম না, কিন্তু আমি হেঁটেছি daily দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মতো। আমার এই গোটা weight loss journey তে ওজন কমেছে প্রায় 23 kilos বা তারও একটু বেশি। আর এখন আমার weight loss-টা খুবই visible. এখন এই দু-তিন দিন আগের আমার weight 60.9 kgs.
এই আমি আগে ছিলাম XXL এখন M সাইজে এসেছি🥹
আমার jeans এবং ভালো ভালো অন্যান্য জামা সহ গত বছরের পুজোর জামাগুলোর জন্য এখন কষ্ট হচ্ছে 🙂
কারণ সবই বিশাল বড় হয়ে গেছে মানে ঐ আর কি...আমি shrink করে গেছি ও বলা যায় 😂....
36 size এর jeans পরতাম আমি সেখান থেকে এখন কোমর 30 হয়ে গেছে।
তো আমাকে সমস্ত জামা stitch করাতে হচ্ছে কারণ আমি নিজে করতে পারি না😫 এবার সমস্ত কিছু নিয়ে tailor-এর কাছে দিয়ে আসতে হবে।
আগেই বলেছি change is very much visible for me...লোকজন আমার থেকে আমার diet plan চাইছে.....কিভাবে কমালে তুমি!!!শুধু diet করে এতো Drastic change কি করে সম্ভব!!!তোমার শরীর ঠিক আছে তো!!!!আরও অনেক কিছু যা লোকজন প্রপার ডায়েট এ থাকলে বলেনা|
তবে I am more than enough happy and satisfied 😌❤️
এটা Barisha-কে ছাড়া কোনদিনই possible হতো না এবং হয়নি ও আগে। ওর diet plan-এর জন্যই, তাতে আমি একটা রুটিনের মধ্যে চলতাম & this was very effective....
তাই এখনও diet maintain করে যাচ্ছি আমি, কারণ এই যে weight loss টা হয়েছে এটা আমি ঠিক করেছি আর কোনোভাবেই বাড়তে দেবো না।
আমার BMI ও এখন একদম ঠিকঠাক রয়েছে। আমার বাকি অনেক রকম শারীরিক problems যেগুলো ছিল, PCOS, ঘুমের সমস্যা এগুলো সত্যিই অনেক কমে গেছে।
Barisha I can't thank you enough for the magic you did to my life 🥹
Thank you very much❤️❤️❤️